খবরইন্ডিয়াঅনলাইনঃ কিছুদিন অন্তরালে থাকার পর ফের খবরের শিরোনামে সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত, সাসপেন্ডেড তৃণমূল নেতা কুনাল ঘোষ। বিজেপি-তৃণমূল সম্পর্ক নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সারদা কেলেঙ্কারিতে ‘রাজনীতি মুক্ত’ তদন্তের দাবি জানিয়েছেন কুনাল। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সারদা কাণ্ডে চার্জশিট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানে কোনও রাঘববোয়ালের নাম নেই বলে খবর উড়ছে। তা নিয়েই সিঁদুরে মেঘ দেখা কুনাল এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই তাঁর দাবি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি সিবিআই তদন্ত নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এছাড়াও কুনাল প্রকৃত দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেল থেকে স্পিড পোস্টে প্রধানমন্ত্রীর সচিবালয়ে কুনাল তাঁর চিঠি পাঠিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর অফিসে মেল করে চিঠির বক্তব্য জানানো হয়েছে.
কুনাল ঘোষ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সারদা তদন্ত নিয়ে
বুধবার,২০/০৫/২০১৫
614