এখন বিয়ে করতে রাজী নন দীপিকা


বুধবার,২০/০৫/২০১৫
691

খবরইন্ডিয়াঅনলাইনঃ    দীপিকা এখন কাজ নিয়ে ব্যস্ত সাথে প্রেম,    কিন্তু বিয়ে! এই মুহূর্তেই নয়। বলিউড তনয়া দীপিকা এমনই মন্তব্য করে বসলেন। রনবীর সিং-এর সঙ্গে তার সম্পর্ক এখন প্রকাশ্যে। তবে দীপিকার মতে এখন বলিউড দাপিয়ে বেড়ানোর সময়। কেরিয়ারের জন্যও খুব গুরুত্বপূর্ণ সময় এটি। নিজের মতের বিরুদ্ধে কোনও পরিস্থিতিতেই বিয়ে করতে নারাজ সে। বৈবাহিক সম্পর্ক মানে সারা জীবন একজনের সঙ্গে থাকা, এই ধরনে সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতিরও প্রয়োজন। এখনই সেই ধরনের মানসিকতায় পৌচ্ছায়নি দীপিকা, জানালো সংবাদমাধ্যমকে।

অর্থাৎ বোঝাই গেল হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসার পাত্রী দীপিকা নয়। সময় নিয়ে ভেবে চিন্তে নিজের জায়গা তৈরি করতে চায় বলিউডের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও। জীবনে হটকারিতা না করে সময়ের কাজ সময় করতেই বিশ্বাসী দীপিকা।

তবে ব্যক্তিগত জীবনে এখনই গাটছরা বাঁধতে নারাজ থাকলেও বড় পর্দায় পুনরায় জুটি বাঁধছেন রনবীর সিং এর সঙ্গে। বাজিরাও মাস্তানি ছবিতে তাদের পুনরায় পাওয়া যাবে একসাথে.

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট