সন্তান প্রসব করার পর খেলাতে ব্যস্ত মা


সোমবার,১৮/০৫/২০১৫
798

খবরইন্ডিয়াঅনলাইনঃ      অদ্ভূত ঘটনা ঘটল চিনেতে   যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। সেরকমই একটি ঘটল গণপ্রজাতন্ত্রী চিনে। সেখানে একটি সাইবার কাফেতে সন্তানের জন্ম দিলেন মা। তারপর ফিরে এসে খেলতে লাগলেন ভিডিও গেমস। এরপর অ্যাম্বুলেন্স তাঁকে হাসপাতালে নিয়ে যেতে এলে নিজেই পায়ে হেঁটে গাড়িতে উঠে বাচ্চা সমেত চলে গেলেন হাসপাতালে। ফাইল চিত্র এমন আজব ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংঝি প্রদেশে। গর্ভবতী ২৪ বছরের ওই যুবতী কম্পিউটার গেমসে মাত্রাতিরিক্ত আসক্ত। দিন কয়েক আগে তিনি একটি সাইবার কাফেতে যান। সেখানেই তাঁর প্রসব বেদনা উঠলে কাফের বাথরুমেই সন্তান প্রসব করেন তিনি। বাথরুমে শিশুর কান্না শুনে কাফের কর্মীরা ছুটে এসে দেখেন ওই যুবতী রক্তাক্ত অবস্থায় রয়েছেন। এরপর তারাই হায়পাতালে খবর দিলে অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে নিয়ে যায়। মজার ঘটনা হল, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল ততক্ষণ সদ্য মা হওয়া যুবতী কাফের ভিতরে নিজের সিটে ফিরে এসে ফের গেমস খেলতে থাকেন। এরপর অ্যাম্বুলেন্স এলে স্ট্রেচারে না শুয়ে হেঁটে হেঁটে গিয়ে সেটায় উঠে হাসপাতালে যান। জানা গিয়েছে, মা ও শিশু আপাতত হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে.

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট