প্রধানমন্ত্রী মোদী মঙ্গোলিয়া পদ্ম’র দেখা পেলেন


রবিবার,১৭/০৫/২০১৫
697

খবরইন্ডিয়াঅনলাইনঃ     প্রধানমন্ত্রী হিসাবে মঙ্গোলিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। শনিবার রাতে মঙ্গোলিয়ার উলান বাতোরের চেঙ্গিস খা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখানে পৌঁছে সরকারি আতিথেয়তা গ্রহণ করার পর সেখানকার গান্দান মনাস্ট্রি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।     মঙ্গোলিয়ায় এবছর স্বাধীনতার ২৫ বছর পূর্তি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী মঙ্গোলিয়ায় গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত। মঙ্গোলিয়ায় গিয়ে ভারতের সঙ্গে সেদেশের মৈত্রীর সম্পর্কের কথাই ফের একবার মনে করিয়ে দেন মোদী। মঙ্গোলিয়ার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পদ্মের চিহ্ন দেখতে পান প্রধানমন্ত্রী মঙ্গোলিয়ার সংসদে এদিন ছুটির দিন থাকলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বিশেষ অধিবেশন বসেছিল। সেখানেই নিজের বক্তব্য রাখেন মোদী। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনই পিছনের দেওয়ালে অঙ্কিত একটি ‘পদ্ম’-র চিহ্ন দেখতে পান প্রধানমন্ত্রী। তখনই তিনি জানান, এই জায়গায় সঙ্গে তিনি আরও নিবিড় আত্মীয়তা অনুভব করছেন ওই পদ্মটিকে দেখতে পেয়ে। বলেন, “আমার দলের প্রতীক চিহ্নও পদ্ম।” ভারতীয় জনতা পার্টি, যে দলটির হযে লড়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রতীক চিহ্ন ‘পদ্ম’। ফলে মোদী যে আলাদা করে আত্মীয়তা অনুভব করবেন তা বলাই বাহুল্য। এদিন মঙ্গোলিয়ার সঙ্গে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃষি, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি খাতে ১৪ টি চুক্তি হয় ভারতের। এছাড়া পরিকাঠামো উন্নয়নে মঙ্গোলিয়াকে ১০০ কোটি মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট