Categories: জাতীয়

অমিত শাহ বলেছেন, মুকুল -কে দলে নেওয়া হবে না

 খবরইন্ডিয়াঅনলাইনঃ  পশ্চিমবঙ্গ  রাজ্যের পুরভোটে বিজেপির শোচনীয় হারের জন্য শাসক দলের ব্যাপক সন্ত্রাস ও রিগিং-ই দায়ী, দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আর একই সঙ্গে জানিয়ে দিলেন, মুকুল রায়ের বিজেপিতে আসার কোনো সম্ভাবনাই নেই৷ ফলে এক দিকে যেমন বোঝা গেল যে মার খেলেও এ রাজ্যে মাটি ছাড়তে রাজি নয় বিজেপি, তেমনই সে লড়াইয়ে যে মুখ্যমন্ত্রীর একদা বিশ্বস্ত সেনানীর উপর তারা মোটেই ভরসা করছেন না, সেটাও স্পষ্ট হয়ে গেল৷ অমিতের এই বক্তব্যের পর পরিষ্কার, আপাতত বিজেপির উপর আর আশা রাখতে পারবেন না মুকুল৷

অমিত শাহ এদিন বিজেপির রেকর্ড সদস্য সংগ্রহ নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন৷ সেখানে বাংলা নিয়ে তাকে একঝাঁক প্রশ্নের মুখে পড়তে হয়৷ পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সদস্য সংখ্যা সাড়ে ছ’গুণ বেড়েছে৷ আগে রাজ্য থেকে বিজেপির সদস্য সংখ্যা ছিল ৬ লাখ ২৫ হাজার, এখন তা বেড়ে হয়েছে ৪২ লাখ ১৯ হাজার ৪১৮ জন৷ কিন্ত্ত ভোটপ্রাপ্তির হার তো সে ভাবে বাড়েনি৷ তা হলে হিসেবটা কেমন হল? লোকে সদস্য হচ্ছেন, কিন্ত্ত ভোট দিচ্ছেন না? বিজেপি সভাপতির জবাব, ‘এটা বলা একেবারেই ঠিক হবে না৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হোক, তখন বোঝা যাবে৷’ পুরভোটে বিজেপির এমন শোচনীয় ফলাফলের একমাত্র কারণ তৃণমূলের সন্ত্রাস ও ব্যাপক পরিমাণে রিগিং৷ আর এই ভরসাতেই, এমন হারের পরেও অমিত শাহ দাবি করছেন, ২০১৬-র বিধানসভা নির্বাচনে বিজেপি সফল হবে৷ কারণ, তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ভোট হবে, রাজ্য পুলিশের অধীনে নয়৷ অমিত শাহের সাফ কথা, ‘পুরভোটে স্থানীয় পুলিশ ছিল বলেই এই ফল হয়েছে৷ বিধানসভার ভোট তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে হবে৷ তাই সেখানে ফল একেবারে আলাদা হবে৷ আগেও বলেছি, আবার বলছি, বিধানসভায় বিজেপি জিতবে৷’

তবে রাজ্যের এই নেতৃত্ব নিয়ে কি বিধানসভায় জেতা সম্ভব হবে? রাহুল সিনহাকে নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে, তার নেতৃত্বদানের ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে৷ তার নেতৃত্বই বজায় থাকবে, নাকি আসবেন নতুন মুখ৷ অমিত শাহ স্পষ্টভাবে এই প্রশ্নের কোনো জবাব দেননি৷ তিনি কেবল বলেছেন, এবার সাংগঠনিক নির্বাচন হবে, তখন দেখা যাবে৷ রাহুল থাকবেন এটা যেমন অমিত বলেননি, আবার তাকে সরিয়ে দেওয়া হবে এটাও তিনি জানাননি৷ তবে একটা বিষয়ে দীর্ঘ ধোঁয়াশা এ দিন স্পষ্ট করেছেন বিজেপি সভাপতি৷ বলেছেন, ‘মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না৷ দলে এরকম কোনো চিন্তাভাবনা নেই৷ মুকুলও বিজেপিতে আসার জন্য কোনো দরখাস্ত করেননি৷’ বিজেপি সভাপতির এই মন্তব্য থেকে স্পষ্ট, মুকুলের সামনে এখন দু’টো বিকল্পই খোলা৷ হয় তাকে তৃণমূলে থাকতে হবে অথবা অন্য বিকল্প দেখতে হবে৷ তাছাড়া, আগামী ভোটে বাংলায় দলের মুখ কে হবেন, তা নিয়েও কিছু ফাঁস করেননি অমিত৷ ফলে, সৌরভ গঙ্গোপাধ্যায় বা অন্য কেউ বিজেপির মুখ হবেন কি না, সেটা জানার জন্য এই বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ কারণ, সাংগঠনিক নির্বাচন হবে এই বছরের শেষের দিকে, সম্ভবত অক্টোবর-নভেম্বরে৷

অমিত শাহকে এর পর প্রশ্ন করা হয়, তৃণমূলের সঙ্গে কি আপনারা রাজনৈতিকভাবে কাছাকাছি আসছেন? দেখা যাচ্ছে, সংসদে তৃণমূল একের পর এক বিলে আপনাদের সমর্থন করছে৷ আগের তিক্ততা নেই৷ অমিত শাহর জবাব, ‘বাংলায় তৃণমূলের সঙ্গে কোনো বন্ধুত্ব হয়নি৷ কী করে আপনারা বলছেন, তৃণমূলের কাছাকাছি এসেছে বিজেপি? রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে লড়বেই, কিন্ত্ত তার সঙ্গে কোনো বিল সমর্থন করা না করার কি সম্পর্ক? এরকম ধারণা নিয়ে থাকবেন না৷’

তবে মুখে যতই বাংলা বিজয়ের কথা বলুন, সন্ত্রাস ও রিগিংয়ের ঘাড়ে হারের দায় চাপিয়ে দিন, দলীয় সূত্রেই জানা যাচ্ছে, অমিত শাহদলের এই শোচনীয় ফলাফলে মোটেই খুশি হতে পারেননি৷ দিন দিন যে ভাবে দলের মধ্যে প্রবল গোষ্ঠীসংঘর্ষ প্রকাশ্যে চলে আসছে, তা নিয়েও তিনি অত্যন্ত ক্ষুব্ধ৷ পুরভোটে দেখা গিয়েছে, নেতা ও কর্মীরা প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন৷ কলকাতায় বিজেপি অফিসের সামনে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে৷ তার কোনো প্রভাব কি পুরভোটে পড়েছে? অমিত শাহ অবশ্য প্রকাশ্যে এই বিরোধকে তেমন গুরুত্ব দিচ্ছেন না৷ বলছেন, ‘ভোটে অল্পবিস্তর এরকম ঘটনা ঘটে৷ পুরভোট নিয়ে রাজ্যের রিপোর্ট আমার কাছে এসেছে৷ আমি সময় নিয়ে তা খতিয়ে দেখব৷’ তবে তার অখুশি হওয়ার যথেষ্ট কারণ আছে৷ বাংলায় বিজেপির একটা জমি তৈরি হচ্ছিল৷ বাংলার বাইরের লোকের মনে ধারণা হচ্ছিল যে, বিজেপি খুবই ভালো ফল করবে৷ কিন্ত্ত পুরভোটের ফল সেই উচ্চাশায় পানি ঢেলে দিয়েছে৷ যে গতিতে বিজেপি বাড়ছিল, দ্বিতীয় স্থানে আসবে বলে মনে করা হচ্ছিল, সেই অগ্রগতিতে ছেদ পড়েছে৷ বিজেপি বিধানসভায় আদৌ কতটা ভাল ফল করতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে অমিত শাহের ভাল ফলের জোরদার দাবি এই মুহূর্তে দুরাশাই, মনে করছে রাজনৈতিক মহল।

admin

Share
Published by
admin

Recent Posts

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

1 day ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

3 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

3 days ago

বিহারের জামুইতে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…

3 days ago

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

4 days ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

4 days ago