খবরইন্ডিয়াঅনলাইনঃ ১৪২২ বঙ্গাব্দ বরণ উৎসব পালন করা হল ২য় বর্ষ শোভাযাত্রা প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সংঘ ময়দানে সকাল ৬.৩০ মিঃ রনবাদ্য ব্যান্ড বাজিয়ে সংঘের পতাকা ও সবপেয়েছির আসরের পতাকা উত্তোলন করা হয়, সংঘের পতাকা উত্তোলন করেন দেবাশীষ হালদার। আসরের পতাকা উত্তোলন করে আসরের ছোট্ট সোনার কাঠি বোন কুমারী খুসবু দাস। সংঘের শপথ বাক্য পাঠ করে কুমারী রাজশ্রী সাহা, সংকল্প বাক্য পাঠ করে মাননীয় বিশ্বজিৎ পাড়াল। শোভাযাত্রা উদ্বোধন করেন সংঘের সভাপতি লক্ষীনারায়ণ চট্টোপাধ্যায়। এই শোভাযাত্রায় প্রায় ৩০০ জনের মতো শিশু কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন। প্রচার গাড়িতে স্লোগান ছিল শিশুদের খেলাধুলায় উপকারিতা বিষয় সংক্রান্ত লেখা। অশোক কুমার জানা শিশুদের মানসিক বিকাশ গড়ার জন্য কি কি দরকার তিনি বলেন।নববর্ষের শুভেচ্ছা বার্তা নিয়ে শিশুরা এগিয়ে আসছে, তার পিছনে সংঘের প্রাচীন রণবাদ্য দল। প্রায় ৩০ জনের এই দলে অনেক জন মহিলা সুন্দর ড্রাম বাজাচ্ছে। এই দেখে সবাই অভিভূত। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁতরাগাছি আদর্শ হিন্দি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল প্ল্রেস প্রাথমিক বিদ্যালয়, সাঁতরাগাছি রেলওয়ে কলোনী হাইস্কুল, হাওড়া সাউথ পয়েন্ট বিদ্যালয়, ঘোষ কোচিং সেন্টার, সংঘের ভাই-বোনেরা, সিনিয়র সদস্য ও সদস্যরা অভিভাবকরা সবার মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্য পায়। হাওড়া সাউথ পয়েন্ট বিদ্যালয় রাজা রামমোহন রায়ের সতীদাহ নিয়ে বিশেষ সাজে রাস্তার উপর অভিনয় করে। শেষে সাঁতরাগাছি ষ্টেশন সংলগ্ন কাছে পুরস্কার বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ্ প্রয়াত নিরাপদ ঘোষ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করে হাওড়া সাউথ পয়েন্ট বিদ্যালয়, দ্বিতীয় বাকসাড়া কিশোর কল্যাণ সংঘ রণবাদ্য দল, তৃতীয় সাঁতরাগাছি আদর্শ হিন্দি বিদ্যালয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সহকারী নগরপাল ( দক্ষিণ ) হাওড়া সিটি পুলিশ, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সংঘের চেয়ারম্যান বিনোদানন্দ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার নগরপাল অজয় রানাডে, বিশেষ কাজের জন্য এনারা উপস্থিত থাকতে পারেননি। সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই ভালো কাজের জন্য।
বাকসাড়া কিশোর কল্যাণ সংঘের ৫৪ তম প্রতিষ্ঠা দিবস পালন
সোমবার,০৪/০৫/২০১৫
557