বর- ১০২ / কনে – ৯১ বিয়ে হল।


রবিবার,০৩/০৫/২০১৫
747

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ‘প্রেমের কোনও বয়স হয় না’-এই প্রবাদকে আবারও সত্য প্রমাণ করলেন ব্রিটেনের দুই হবু দম্পতি। এক্ষেত্রে পাত্রের বয়স ১০২ এবং কনের ৯১। আগামী জুনে বিয়ে করবেন তাঁরা। তখন তাঁরাই হবেন বিশ্বের সবচে বেশি বয়সের নবদম্পতি।

আগামী ১৩ জুন দীর্ঘদিনের প্রেমিকা ডোরিন লাকির সঙ্গে বিবাহে আবদ্ধ হবেন জর্জ কিরবি। সেদিনই ১০৩ বছরে পা দেবেন তিনি। ইস্ট সাসেক্সের ইস্টবোর্ন এলাকার একটি হোটেলে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।

কিরবি ও ডোরিনের সম্পর্ক প্রায় ২৭ বছরের। তাঁদের দুজনের সাতটি সন্তান রয়েছে। নাতি পুতির সংখ্যাও নেহাত কম নয়।

কিরবি জানিয়েছেন, এটাই তাঁদের বিয়ের শ্রেষ্ঠ সময়। বয়সটা তাঁর কাছে কোনও সমস্যাই নয়। তিনি আরও বলেছেন, তাঁর প্রেমিকা তাঁকে এখনও তরুণই রেখেছেন।

বিশ্বের সব থেকে বেশি বয়সে বিয়ে করার রেকর্ড তৈরি করতে পারায় খুশি হবু কনে লাকিও। তিনি জানিয়েছেন তিনি ভাবতেও পারেননি এটাও সম্ভব।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে কিরবির বয়স যখন ৭৬, তখন তাঁর সাথে আলাপ হয় ডোরিনের। তখন সবে মাত্রই পূর্বের স্ত্রী-র সঙ্গে ডিভোর্স হয়েছে কিরবির। ডোরিনও ৩ বছর আগে বিধবা হয়েছেন। ফলে ভালোই প্রেম জমেছিল সঙ্গী বিহীন দুই মানুষের। যার পূর্ণ পরিণতি পেতে চলেছে ১৩ জুন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট