শিশুদের উপর যৌননির্যাতন অভিযোগ ফরাসি সেনাদের বিরুদ্ধে।

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    খাদ্য ও টাকার বিনিময়ে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ছেলে শিশুদের যৌননির্যাতনের অভিযোগ উঠেছে ফরাসি সেনাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার জাতিসংঘের ফাঁস হওয়া নথির বরাত দিয়ে পরামর্শক প্রতিষ্ঠান এইডস ফ্রি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ফরাসি সেনারা ছেলে শিশুদের ওপর যৌননির্যাতন চালায়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত দেশটির রাজধানী বাঙ্গুইতে এম পোকো আর্ন্তজাতিক বিমানবন্দরের গৃহহীন শিশুদের ওপর এ নির্যাতন চালানো হয়।

এইডস ফ্রি ওয়ার্ল্ডের সহপরিচালক পলা ডনোভান বলেন,গত বছর জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় হয়রানির শিকার শিশুদের সাক্ষ্য নিয়েছে। এতে যৌন হয়রানির শিকার শিশুরা তাদের নিজেদের অভিজ্ঞতা ও যা দেখেছে তার ভয়ংকর বর্ণনা দিয়েছে।

পলা ডনোভান বলেন, এমন বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে এক ছেলে তার বন্ধুর সঙ্গে সেনারা জোর করে যে পায়ুকাম করেছে তার বর্ণনা দিয়েছে। বিষয়টি প্রকাশ করলে সেনারা তাদের প্রহার করার হুমকিও দিয়েছে।

তিনি বলেন, নির্যাতনের শিকার আরেক শিশু জানিয়েছে কিভাবে তাকে এক খাবারের বিনিময়ে ওরাল সেক্সের প্রস্তাব দিয়েছিল। শিশুটি এতে অস্বীকৃতি জানালে তাকে একজন নারী খুঁজে দিতে বলে ওই সেনা। আরেক শিশু বর্ণনা করেছে কিভাবে তাকে নিরাপত্তা প্রহরীর আপত্তি আগ্রাহ্য করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং যৌননির্যাতন চালানো হয়।

তিনি আরও বলেন, ‘সেনারা যৌননির্যাতন শেষে শিশুদের অল্প পরিমানে খাবার ও পানীয় দিত। কখনো তাদের কিছু টাকাও দেয়া হতো। এ ঘটনার পর শিশুরা জ্ঞান হারিয়ে ফেলত।’

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেছেন, নথি ফাঁসের ঘটনায় সংস্থার এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা হওয়ার আগেই তার অসম্পাদিত কপি ফরাসি কর্তৃপক্ষের কাছে তা প্রকাশ করেছিলেন।

ওই মুখপাত্র আরও জানান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তিনি অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফমটিভিকে তিনি বলেছেন, ‘যদি কোন সেনা বাজে আচরণ করে থাকে তাহলে আমি তাদের ক্ষেত্রে ক্ষমাহীন।’

admin

Share
Published by
admin

Recent Posts

এ কে সরকার শাওনের কবিতা – “প্রমি-শান্ত’র পথচলা”

বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…

14 hours ago

বেপরোয়া গতির বলি, দায় কার?

প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…

2 days ago

বাচ্চাদের ডাব খাওয়া – সুস্বাদু ও স্বাস্থ্যকর অভ্যাস

বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…

4 days ago

রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…

1 week ago

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

4 weeks ago

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…

3 months ago