ভাতারে বিদ্যুৎ দপ্তরের অভিযান।


শুক্রবার,০১/০৫/২০১৫
641

মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ সম্প্রতি মহকুমা প্রশাসন ও বিদ্যুৎ বন্টন কোম্পানীর যৌথ অভিযান ভাতার ব্লকের নিত্যানন্দপুর সদর ভাতার, বামুনারা অঞ্চলের তিনটি গ্রামে ঘটে। ১১০ টি হুকিং বিচ্ছিন্ন করা হয়। ২৮ জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে এবং ৫ জন গ্রেপ্তার হয় এই অভিযানে। অভিযান গুলি মুরাতিপুর, বামশোর এলাকা গুলিতে হয়েছিল। সদর মহকুমা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন – বেআইনী বিদ্যুৎ চুরি রুখতে এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট