খবরইন্ডিয়াঅনলাইনঃ বলিউডের জনপ্রিয় নির্মাতা একতা কাপুর তার সিনেমার অভিনয়শিল্পীদের জন্য চুক্তিপত্রেই নগ্নতার শর্ত জুড়ে দেয়ার কথা বলে বেশ আলোচিত হয়েছেন মাত্র কয়েকদিন আগে। এবার এই শর্তমতে সিনেমায় অভিনয় করতে রাজিও হয়ে গেলেন নবাগতা কাইরা দত্ত।
একতা কাপুর তার নতুন সিনেমা ‘এক্সএক্সএক্স’ এর জন্য অভিনেত্রী খুঁজছিলেন। একতা কাপুরের দেয়া ভিন্ন ধরনের শর্তে রাজি হয়েই ‘এক্সএক্সএক্স’ এর জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন কাইরা। আর চুক্তিবদ্ধ হয়ে সিনেমার কাজ শুরু করলে পরে এই অভিনেত্রী কোন দৃশ্যে অভিনয়ের সময় দ্বিধা বা সংকোচ বোধ করতে পারবেন না।
অনেক তারকাই সিনেমার মধ্যেখানে কোন কোন দৃশ্য ধারণের সময় হঠাৎ করেই মানা করে দেন বা সংকোচে থাকেন। এ ধরনের ঝামেলা থেকে রেহাই পেতে একতা কাপুরের এই শর্ত প্রণয়ন।