২৫ বছর করে কারাদণ্ড মালালার হামলাকারীদের


বৃহস্পতিবার,৩০/০৪/২০১৫
749

খবরইন্ডিয়াঅনলাইনঃ       ২০১২ সালে পাকিস্তানের শিশু শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসূফজাইয়ের ওপর হামলার ঘটনায় ১০ জনকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার সোয়াতের একটি সন্ত্রাসবাদী আদালত এ রায় দেয়।

২০১২ সালের অক্টোবরে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলিবিদ্ধ হয় সেময়কার ১৪ বছর বয়সী কিশোরী মালালা। পরে হামলার দায় স্বীকার করে তালেবান। গুরুতর আহত অবস্থায় মালালাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেয়া হয়। জীবনযুদ্ধে জয়ী হওয়া আর শিশু শিক্ষার অধিকার রক্ষায় সাহসিকতার জন্য সেসময় বিশ্বব্যাপী প্রশংসিত হয় মালালা।

সাজাপ্রাপ্তরা হলেন, বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, ইসরারুল্লাহ, জাফর ইকবাল, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাদের গ্রেফতার করে পাকিস্তানি সেনাবাহিনী। সোয়াত উপত্যকার একটি ফার্নিচার দোকানের মালিক জাফর ইকবাল ঘটনার নেতৃত্বে ছিলেন।

সাহসিকতার জন্য একের পর এক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন এ শিক্ষা অধিকার কর্মী। সবশেষ ২০১৪ সালের অক্টোবরে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট