সত্যজিৎ চক্রবর্তীঃ ডায়াবেটিস নিয়ে আগামী ২রা মে সোনার বাংলা হোটেল কলকাতায় ডায়াবেটিস এবং Endocrinology ফোরাম একটা Prevention of Diabetes কর্মশালা করছে বিভিন্ন স্কুল -এর ছাত্র – ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা হবে জানালেন ডাঃ তীর্থঙ্কর চৌধুরী। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মনিকা উষা, গগন ভাল্লা, রাধিকা শ্রীবাস্তব, ড্যানিয়েল Chinnici, দিবাকর মিত্তাল।
ডায়াবেটিস নিয়ে আলোচনা হবে
বৃহস্পতিবার,৩০/০৪/২০১৫
521