টুইটে রেকর্ড করল শাহরুখ খান


মঙ্গলবার,২৮/০৪/২০১৫
697

খবরইন্ডিয়াঅনলাইনঃ    এক লাখ রি-টুইট এবং এক লাখ চৌদ্দ হাজার ফেভারিট নিয়ে ভারতের এ যাবৎ সবচেয়ে জনপ্রিয় টুইটের রেকর্ড দখল করেছে সম্প্রতি টুইটারে প্রকাশিত বলিউড কিং শাহরুখের একটি সেলফি।

গত ১৭ এপ্রিল তার টুইটার অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেন কিং খান। সেই সেলফিতে তার সঙ্গে ছিলেন সদ্য জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশন ছেড়ে আসা গায়ক জায়ান মালিক। প্রকাশের পর থেকেই শাহরুখ এবং জায়ান ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে ছবিটি।
সাদা-কালো এ সেলফির ক্যাপশন হিসেবে শাহরুখ লিখেছেন, ‘এ ছেলেটি অনেক ভালো। আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক। এশিয়ান অ্যাওয়ার্ডে নৈশ্যভোজের সময়।’

সম্প্রতি জনপ্রিয় ব্যান্ড দল ওয়ান ডিরেকশন ছাড়ার পর আলোচনায় আসেন জায়ান মালিক। দল ছাড়ার বিষয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তার লাখো ভক্ত। তবে শাহরুখের সঙ্গে তোলা সেলফিতে তাদের ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি তারা। এবং সেটি সোশ্যালমিডিয়ার রেকর্ডও ভেঙ্গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট