অবিদিত তীর্থ


শুক্রবার,২৪/০৪/২০১৫
473

জেবুননাহার জনি ( বাংলাদেশ )
চন্দ্রালোকে নিশাচরের হাতছানির ডাকে
প্রতীক্ষিত লাল চোখে যাতনার খেলা
শিশির ভেজা লগ্নে মেতে ওঠে মন ময়ূরী
উন্মুক্ত রূপালি পবনে দোল খায় শিহরণ
শাখাহীণ অব্যক্ত অনুবাদের পদ্মরাগে
অবিদিত ঝিলিক ফোঁটার বিন্দু মেখে
দক্ষিণ হাওয়া ভাসে নিবিড় সুবাসে
গোধূলি লগ্নে কবিতা হয় অমৃতের সাথী
এই কী তবে সেই মুহূর্ত… ?

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট