সেতু বেহাল কালনায়


বৃহস্পতিবার,২৩/০৪/২০১৫
777

মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ কালনায় ২ নং ব্লকের অধীন তালা গ্রামে অবস্থিত বৈদ্যপুর – দেবীপুর সড়ক রুটে গাসুর নদীর উপর সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শতাব্দী প্রাচীন এই সেতুর মেরামত দশ বছর পূর্বে সর্বশেষ হয়েছে। ভারী যান চলাচলে নিষ্ণেধাজ্ঞা জারী করা হলেও পণ্যযাহী লরি – ডাম্পার অবিরাম চলেছে। সেতুর বেশির ভাগ রেলিং নেই বললে চলে। পিলার গুলি ফাটল দেখা দিয়েছে। এই সেতুটির উপর জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন টোলা, বালিন্দর, ভরকুন্ডা, তালা, বড়ধামাশ, পোতানই এবং দেবীপুর গ্রামে র হাজার হাজার মানুষ। বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রধান সুভাষ রায় সেতুর বেহাল দশা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও কে জানিয়েছেন। কালনা ২নং ব্লকের বিডিও গৌরাজ্ঞ ঘোষ জানান – ব্লকের ইঞ্জিনিয়াররা সেতুটি দেখে এসেছেন। বিষয়টি সেচ দপ্তর সহ বিভিন্ন বিভাগ কে অবগত করানো হয়েছে। প্রসঙ্গত কয়েকমাস পূর্বে ভাতারের ঘড়ি নদীর উপর সেতুটি পণ্যবাহী ডাম্পারের জন্য ভেঙ্গে পড়ে। এছাড়া সদর বর্ধমানে দামোদরে নদের উপর কৃষক সেতু। বর্ধমান ষ্টেশনের উপরে ওভারব্রিজ সহ বেশ কিছু সেতু বিপদজনক অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট