সভ্য সমাজে এ কি…!!!!


বৃহস্পতিবার,২৩/০৪/২০১৫
847

একটা মানুষ প্রচুর চোখের সামনে গাছে উঠলেন, ঝাঁটা হাতে নিয়ে। তারপর দলের স্লোগান দিলেন,  এরপর একটা কাপড় গাছের ডালে বাঁধলেন, গলায় বাঁধলেন, তারপর ঝুলে পড়লেন। আমার খুব জানতে ইচ্ছা করছে এতো মানুষের সামনে কি করে এই কান্ড ঘটে গেল ? আরও অবাক হচ্ছি যেখানে স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন। এই হতভাগা হল রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং। আরও অবাক লাগছে যে জায়গাতে এই ঘটনা ঘটল সেই খানে অনেক পুলিশ ছিল, সাধারণ মানুষ ছিলেন, মিডিয়া ছিল, তাহলে একটা মানুষ এল গাছে উঠলো আর ঝুলে পড়ল আমার ছোট মাথাতে কিছুতেই ডুকছে না ! তা হলে অন্যকিছু ???????

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট