কারখানায় কাজ করতেন বিখ্যাত ফুটবলার মেসি


শুক্রবার,১৭/০৪/২০১৫
777

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    ফুটবল জাদুকর লিওনেল মেসি।এই মেসি হওয়ার গল্পের পিছনে লুকিয়ে আছে অনেক কাহিনী। তার বাবা জর্জ হোরাসিও ছিলেন একজন সৌখিন ফুটবলার। মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ছিলেন একজন পার্ট-টাইম ক্লিনার। সংসারের অভাব মেটাতে ছোটবেলায় মেসি নিজেও স্টিল কারখানায় কাজ করতেন। অনেকেই বলেন, ফুটবল ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানেও নাকি কাজ করেছিলেন। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনে সমস্যা ধরা পড়ে। এর চিকিৎসা ব্যয় ছিল প্রতি মাসে ৯০০ মার্কিন ডলার। বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর চার্লস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তার সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর মেসি ও তার বাবা পারি জমায় বার্সেলোনায়। সেখানে মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে নথিভুক্ত করা হয়। মেসি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। মাত্র ২১ বছর বয়সে ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। মেসি বর্তমানে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনায় সর্বোচ্চ গোলদাতা। বার্সেলোনা ফরোয়ার্ড মেসির বার্ষিক আয় প্রায় ৩৩ মিলিয়ন ইউরো (৪৩.৫ মিলিয়ন মার্কিন ডলার)।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট