শুভমাল্য হাজরাঃ ‘ সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল ‘। বর্ষবরণের নতুন সকালে বর্ধমানের স্পন্দন ময়দানে বি.ডি.এস.এ. ‘র পক্ষথেকে আয়োজিত হয় গোলপোষ্ট পুজো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের বর্তমান গোলরক্ষক শ্রী সন্দীপ নন্দী এবং প্রাক্তন ফুটবলার শ্রী দেবাশীষ কোনার ( মহামেডান, ইষ্টবেঙ্গল ও মোহনবাগান )। সকল ব্যস্ততার মাঝেও তাঁদের উপস্থিতি চোখে পরার মতো। নতুন বছরে বর্তমান নতুন প্রজন্মের ক্ষুদে ফুটবলারদের সাথে সময় কাটালেন। নতুন বছরের নতুন সকালে। বি.ডি.এস.এ.’র পক্ষ থেকে এই সকল নতুন প্রজন্মের ক্ষুদে ফুটবলারদের হাতে খেলার জার্সি ও বুট জুতো তুলে দেওয়া হয়।
‘ সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল ‘
বৃহস্পতিবার,১৬/০৪/২০১৫
846