ভারত স্থায়ী সদস্য হতে চায় জাতিসংঘের


সোমবার,১৩/০৪/২০১৫
651

 খবরইন্ডিয়াঅনলাইনঃ     ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া দেশটির অধিকার। ফ্রান্স সফররত মোদি প্যারিসে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন। খবর এনডিটিভি।

গত শনিবার প্রায় দুই হাজার ভারতীয়র উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এসময় তিনি বলেন, ‘ভারতের অনুদান চাওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, যেন ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। ভারত কখনোই আগ্রাসী ভূমিকা পালন করেনি। ইতিহাস এর স্বাক্ষ্য দেবে। আমরা একটি শান্তিপ্রিয় জাতি। তাই এটি পাওয়া আমাদের অধিকার।’

মোদি দাবি করেন বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতীয় সেনাদের অংশগ্রহণই বেশি। ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ভারতীয়রা অংশ নিয়েছিল। এসময় প্রায় ১৪ লাখ ভারতীয় সম্মুখ সমরে অংশ নিয়েছিল। তখন আমরা নিজেদের জন্য লড়াই করিনি। কিন্তু চার বছর ধরে চলা এসব যুদ্ধে আমরা লড়ে গেছি।’

ভারতকে একটি ‘শান্তিপ্রিয় জাতি’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারত সব সময় শান্তিতে বিশ্বাস করে। ভারত আত্মত্যাগ ও সেবাপরায়ণতার জন্য খ্যাত। আমি পূর্বসুরীদের জন্য গর্ববোধ করি, কারণ তারা আমাদের জন্য এই ঐতিহ্য রেখে গেছেন। বিশ্বসমাজকে এই বিষয়টি বুঝতে হবে এবং ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।’

পুরো ভাষণটিই হিন্দিতে দেন নরেন্দ্র মোদি। তিনি ভারতকে একটি ‘অপার সম্ভাবনার দেশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘বিশ্ব, ভারতের এই অপার সম্ভাবনাকে বুঝতে পারছে না। আমি এটি অনুধাবনের আহ্বান জানাচ্ছি। আমি চাই তারা যেন এর যোগ্য মর্যাদা দেয়। আর সেই দিন খুব বেশি দূরে নয়।’ একইসাথে ভারতে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহার ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মোদি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট