কমেডি ছবি ‘ বসন্ত এসে গেছে ‘


রবিবার,১২/০৪/২০১৫
822

খবরইন্ডিয়াঅনলাইনঃ রতিকান্ত এবং ডঃ অনুপম সেন মধ্যম বয়সে এসে সেক্স সম্পর্কে গবেষণা করেন। তাঁরা দুইজনে ভাল বন্ধু। হঠাৎ অনুপমের মেয়ে শিরিন -এর সাথে প্রেমে পড়ে। এটা অরিন্দম চক্রবর্তী নতুন যৌন কমেডি ছবি ‘ বসন্ত এসে গেছে ‘ নামে একটি ছবির নাম। এখানে শ্বাশত চট্টোপাধ্যায় ও দেবশঙ্কর হালদার ডঃ অনুপম সেন -এর বিখ্যাত সুপারমডেল অগ্নিজিতা রায় -এর চরিত্র পরিচালনা করেন। যখন টলিউডে তাঁর প্রথম আত্নপ্রকাশ করতে যাচ্ছে। টিভি ও চলচ্চিত্রে অভিনেতা তুহিন মুখাজি দারুন অভিনয় করেছেন। বসন্ত-২ তে ফিল্ম মজা, দাঙ্গা হয়, কিন্তু এই ছবিটি কমেডি মূলক। সমিসশ মুখাজি সঙ্গীত দিয়েছেন। অরিন্দম চক্রবর্তী হাতে তৈরী এই ছবিটি। আউটডোর শুটিং শেষ হয়েছে, এখন কলকাতার নানা জায়গায় দৃশ্যগ্রহণ চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট