বৈশাখী ছড়া


বৃহস্পতিবার,০৯/০৪/২০১৫
620

বৈশাখী ছড়া
সুমাইয়া বরকতউল্লাহ্
ইলিশ মাছের গন্ধ পেয়ে, ঘুরছে বিড়ালছানা
আর ক’টা দিন সবুর কর, এখন খেতে মানা
‘ এতো দামের ইলশা মাছ, তোরে কি আর দিমু
বোশেখ মাছের এক তারিখে, পান্তা দিয়া খামু।’
হই হই হই বন্ধুরা সব, এসো আমার বাড়ি
দেখবে এসে বসে আছি, পরে বোশেখ শাড়ি
ইলিশ ভাজি পান্তা ভাতে, পেঁজ – মরিচের ডলা
যতন করে খাইয়ে দেবো, পান্তা – ইলিশ নলা
মুড়ি – মুড়কি, জিলিপি আর, কিনব মেলার বাঁশি
আমরা লাটাই – ঘুড়ি – সুতোর মতো, থাকব পাশাপাশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট