পূর্ণেন্দু চক্রবর্তীঃ ভারতীয় ফুটবলের আরও একটা দৈন্যদশা স্পষ্ট হয়ে উঠল। ফুটবলের দর্শক সংখ্যা ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হওয়াতে সারা ভারত ফুটবল সংস্থা, ফেডারেশন কাপ বন্ধ করে দিতে চলেছে। একটা সময় এই ফেড কাপকে ঘিরে সারা ভারতবর্ষে উদ্দীপনার স্রোত আছড়ে পড়ত। কিন্তু আইএসএলকে কদর করতে গিয়ে ফুটবলের করুণ অবস্থাকে আরও প্রকট করে তুলল। যেমন করে প্রায় হারিয়ে গেছে আইএফশিল্ড, বরদলুই ট্রফি, রোভাস কাপ, ডুরাণ্ড কাপ বা ডিসিএম ফুটবল প্রতিযোগিতা। ঠিক পথের পথিক হতে চলেছে ফেডারেশন কাপ। ছুটির ঘন্টা বেজে গেল ফেড কাপের। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান।
ছুটির ঘন্টা
বৃহস্পতিবার,০২/০৪/২০১৫
861