খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পত্তির। ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার উত্তরনারায়ণপুর গ্রামে। ওই গ্রামের স্বপন মাল ( ৪৮ ) তাঁর স্ত্রী সুভদ্রাকে নিয়ে বাড়ির গোয়ালঘরে কাজ করছিলেন। পাশেই একটি মাটির দেওয়াল নির্মাণের কাজ চলছিল। আচমকা নির্মীয়মাণ সেই দেওয়ালটি ওই দম্পত্তির উপরে ভেঙে পড়লে তাঁরা দেওয়াল চাপা পড়েন। প্রতিবেশীরা ছুটে এসে ভেঙে পড়া দেওয়ালের মাটি সরিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে, তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের।
দেওয়াল চাপা পড়ে মৃ্ত্যু
শনিবার,২৮/০৩/২০১৫
615