গাঁজা পাচারে মহিলারা


বুধবার,২৫/০৩/২০১৫
678

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ উত্তর-পূর্ব ভারত থেকে গাঁজা পাচারের ঘটনায় রামপুরহাট পুলিশ দুই মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করে রামপুরহাট রেল স্টেশন থেকে। গুয়াহাটি থেকে শিয়ালদহগামী ট্রেনে বস্তার মধ্যে ভরে ওই গাঁজা এনে তা এলাকায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। উদ্ধার হওয়া ২৫ কেজি গাঁজার দাম ৭৫ হাজার টাকা বলে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক জোবি থমাস জানিয়েছেন। দুই মহিলা-সহ যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের মধ্যে মা ও ছেলে রয়েছে। তাঁদের নাম আকতারা বিবি এবং শেখ রমজান। অপরজন সেলিমা বিবি। এদের সবারই বাড়ি মাড়গ্রাম থানার আম্বা গ্রামে। গাঁজা পাচারের কাজে এভাবে দুই মহিলাকে পাকড়াও করার মধ্যে দিয়ে পুলিশ যেমন সাফল্য পেয়েছে তেমনি, গাঁজা পাচারচক্রে মহিলারা সক্রিয় হয়ে ওঠাটাও পুলিশকে বেশ ভাবিয়ে তুলেছে। এই গাঁজা পাচারচক্রে সাথে আর কারা কারা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট