কামারহাটি ছাই মাঠে পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে আলোচনা


শুক্রবার,২০/০৩/২০১৫
607

সত্যজিৎ চক্রবর্তীঃ কামারহাটি মিলন কমিটি ছাই ময়দানে ১২ ঘন্টার ধর্মীয় জমায়েত Tahuffuz – E – Inam Conferance করল সমাজের পিছিয়ে পরা মুসলিম সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য অধিকার সুস্থ পরিবেশ ইত্যাদি লক্ষে সচেতন করতে। এই জমায়েত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারীদের অধিকার ও তাঁদের কর্তব্য নিয়ে আলোচনা হল। অনুষ্ঠান শেষ পর্বে স্থানীয় ইমান সউফউল্লা আলি মীর নামাজের শেষে মানবাধিকার মূল্যবোধ,  সংহতি মাদক তৈরী ও পান বন্ধ করার কথা বললেন। এছাড়া বক্তব্য রাখেন জাফর ইমান, মজিবুল হক্, সামসেদ আলম্, সাজির তোসন পুরি, করজাল পুরি, সাহান পুরি প্রমুখ। কমিটির প্রধান শাহ জানান আলম বলেন, আমাদের সংস্থা দীর্ঘ ৮ বছর বাবদ এমন আলোচনা হয়ে আসছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট