স্বেচ্ছায় রক্তদান শিবির


শনিবার,১৪/০৩/২০১৫
616

সাধন মণ্ডল, রাইপুর, বাঁকুড়াঃ জঙ্গলমহলের রাইপুর বি. এড কলেজের উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল শনিবার। এই শিবিরে সাত জন ছাত্রী সহ ঊনচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে এবার ৪থ বর্ষে পড়ল, এই কথা বলেন, বি. এড. কলেজ পরিচালন কমিটির সভাপতি বিপ্লব সিংহ মহাপাত্র। তিনি বলেন, ‘ এই জঙ্গলমহলে কয়েক বছর আগে অনেক রক্ত ঝড়েছে রক্তের মূল্য তখন বোঝেনি জঙ্গলবাসী। এবার সচেতনতা শিবির করে রক্তদানে উৎসাহিত করা হচ্ছে এলাকার মানুষজনকে, এব্যাপারে কলেজের পক্ষ থেকে বেশ কয়েকটি শিবির করা হয়েছে। এই রক্তদান শিবিরে সাফল্য মণ্ডিত করতে শিবিরে উপস্থিত ছিলেন রাইপুর -এর বিডিও দীপঙ্কর দাস, রাইপুর থানার আই. সি. দেবাশীষ নাথ, সমাজসেবী অদ্বৈত লাহা প্রমুখ বিশিষ্টজনেরা। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্বিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট