রাইপুরে ব্লকের সবচেয়ে বেশী আলু চাষ হয় দুবনালা, সিমলী, ধানড়া, রাইপুর এলাকায়। দুবনালা গ্রামের আলু চাষী স্বপন পাত্র ( ৬৫ ) অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন আমার ১৫ বিঘে আলু চাষ করেছিলাম। আলুর দাম যদি না বাড়ে তাহলে কৃষি সমবায় সমিতির কৃষিঋণ পরিশোধ করা আমার পক্ষে অসম্ভব। হয়তো ঋণের দায়ে পথে বসতে হবে। সরকার যেমন ধানের সহায়ক মূল্য ১৩৬০ /- টাকা প্রতি কুইন্টাল করেছে, কিন্তু বাস্তবে চাষীদের কাছ থেকে ১০০০ – ১০৫০ টাকায় প্রতি কুইন্টাল ধান বিক্রি হচ্ছে। কৃষি দপ্তর উদাসীন। তেমনি আলু কেনার কথা বললেও বাস্তবে কতটা সহায়ক মূল্য কেনা হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে যাচ্ছে। এই পরিস্থিতি রাজ্যের সবত্র দেখা যাচ্ছে।
আলুর জন্য চাষীদের মাথায় হাত
বৃহস্পতিবার,১২/০৩/২০১৫
795