খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ নলহাটি থানার ব্রাহ্মণী নদীর বৈধড়া ব্যারেজের উপর-নীচের পাঁচ কিলোমিটার করে দশ কিলোমিটার এলাকায় বালি তোলার কোনও সরকারি অনুমতি না দেওয়া হলেও, ওই এলাকা থেকে প্রতিদিন বেআইনীভাবে বালি তোলাকে কেন্দ্র করে এলাকায় হামেশাই অশান্তির সৃষ্টি হয়। ওই এলাকাটি রয়েছে সেচ দপ্তরের অধীনে। পাঁচ কিলোমিটার করে দশ কিলোমিটার এলাকায় বালি তোলার অনুমতি দেওয়া না হলেও, ব্যারেজের ২০০ মিটারের মধ্যই প্রতিদিন অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছে। আর এই বালি পাচারকে কেন্দ্র করে এলাকার মাধবপুর গ্রামে দু’টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। আর তাতে প্রাণ যায় মাধবপুর গ্রামেরই শেখ সামসুজ্জোহা নামে এক যুবকের। উভয়পক্ষের জখম দুই ব্যক্তিকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অপর পক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ।
বালি বিবাদে খুন
শনিবার,০৭/০৩/২০১৫
614