খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ জেলার পুর শহর দুবরাজপুরে সোয়াইন ফ্লু-তে একজন আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জেলাকে সোয়াইন ফ্লু সম্পর্কে সতর্ক করে দিল রাজ্য স্বাস্থ্য ভবন। সিউড়ীর জেলা সদর হাসপাতাল ও জেলার দু’টি মহকুমা হাসপাতাল বোলপুর ও রামপুরহাটে সোয়াইন ফ্লু আক্রান্ত কোনও রোগী এলে তাদের রাখার জন্য এই তিনটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরী করা হয়েছে। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা যাঁরা দিবেন সেইসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জীবাণু প্রতিরোধের জন্য মাস্ক রাজ্য স্বাস্থ্য ভবন থেকে ওই তিনটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোয়াইন ফ্লু-র জীবাণু এইচ-১ ও এন-১ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা স্বাস্থ্য দপ্তর একটি কমিটি গঠন করেছে। এই কমিটি জেলায় প্রচারাভিযান চালিয়ে সোয়াইন ফ্লু সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করার কাজ শুরু করে দিয়েছে।
সোয়াইন ফ্লু সতর্কতা
শনিবার,০৭/০৩/২০১৫
557