৩৫ তম ন্যাশনাল গেমস


বৃহস্পতিবার,০৫/০৩/২০১৫
931

চঞ্চল বন্দ্যোপাধ্যায়,( রাজ্য প্রশিক্ষক, ভলিবল )ঃ ২০১৫ সালের জানুয়ারীর শেষ থেকে ফেব্রুয়ারীর ১৪ তারিখ পর্যন্ত কেরালা রাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে গেলো ৩৫ তম ভারতীয় জাতীয় গেমস-এর অনুষ্ঠান। যদিও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিলো থিরুভানাথাপুরমে। এবারের জাতীয় গেমস-এ সার্ভিসের দল সমস্ত রাজ্যকে পিছনে ফেলে ৯১ টি সোনা ৩০ টি রৌপ্য ও ৩৫ টি ব্রোঞ্জ জিতে প্রথম স্থানটি অধিকার করে নেয়। দ্বিতীয় কেরালা ৫৪ টি সোনা, ৪৮ টি রৌপ্য ও ৬০ টি ব্রোঞ্জ পায়। তৃতীয় হরিয়ানা চতুথ মহারাষ্ট্র। এবারের গেমস-এ পশ্চিমবাংলা ৬টি সোনা ১২টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পেয়ে ষোলোতম স্থান পায়। ৩৫ তম াতীয় গেমসের ভলিবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কোজিকোড়ের ভি.কে.কৃষ্ণমেনন ইন্ডোর ষ্টেডিয়ামে। পুরুষদের আটটি যেমন – তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সার্ভিসেস, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, কেরালা ও পাঞ্জাব। মহিলাদের আটটি দল যেমন – কেরালা, চণ্ডীগড়, কর্ণাটক, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা অংশগ্রহণ করেছিলো। এবারের গেমস-এ ভলিবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় তামিলনাড়ু ফাইনালে কেরালাকে ২৪ – ২৬ , ২৫ – ২০, ২৫ – ২৩, ২৫ -১২ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেয়। তৃতীয় স্থান পেয়েছে রাজস্থান, চতুথ সাভিসেস। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কেরালা, ফাইনালে কেরালা কর্ণাটককে ২৫-১৯, ২৩-২৫, ২৬-২৪, ২৫-১২ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেয়। তৃতীয় স্থান পেয়েছে তামিলনাড়ু, চতুথ উত্তরপ্রদেশ।
জাতীয় গেমস-এ ভারতীয় রেল দলটি না থাকার জন্য রেলদলের খেলোয়াড়রা তাদের নিজ রাজ্য দল বা চাকুরী রত রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্য দলগুলি শক্তিশালী হয়ে উঠেছিলো। ফলে প্রতিযোগিতায় খেলাগুলি বেশ উচ্চ মানেরও হয়। এবারের জাতীয় গেমস-এ নজর কাড়া খেললেন কেরালার জেরোম ভিনিথ, টম জোসেফ, কপিলদেব, মনু জোসেফ, রাজস্থানের লাভমিত কাটারিয়া, দিলীপ খোইয়াল, সুরেশ চন্দ্র, তামিলনাড়ুর নভিন রাজা, উকরাপান্ডিয়ান, জি.আর.বৈঞ্চব, মেলটন মোজেস ও সেলভা প্রভু। মহিলা বিভাগে নজর কাড়লেন কেরালার টিজিরানু, ভি ৌমা, এস রেখা। কর্ণাটকের প্রিয়াঙ্কা বোরা, নিসা জোসেফ, মল্লিকা ভি শেট্টি, কে এস মিসা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট