খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে যাওয়া – আসার রাস্তার পাশে বেআইনীভাবে দোকানপাট গজিয়ে ওঠার ফলে, ওই রাস্তা দিয়ে ছাত্রী এবং কর্মীদের চলাচলে অসুবিধা যেমন হচ্ছে তেমনি, সমাজবিরোধীদের আড্ডা জমে ওঠায় নানা ধরনের সমস্যা হওয়ার তার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করলেন ওই কলেজের অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল। গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনের পাশের ওই রাস্তাটি রয়েছে শ্রীনিকেতন – শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের অধীনে। পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ২৪ ফেব্রুয়ারী লিখিতভাবে ওই অভিযোগ জানিয়েছেন বোলপুরের মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। তাঁরা অভিযোগ পাওয়ার পরে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
মহিলা মহাবিদ্যালয়ের পথে উৎপাত
রবিবার,০১/০৩/২০১৫
681