মার খেলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা


শুক্রবার,২৭/০২/২০১৫
719

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ সরকারি কাজের তদারকিতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মারধর খেলেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ সাহা এবং সাব – অ্যাসিন্ট্যান্ট মহম্মদ মুক্তার আলম। এই ঘটনার জেরে জেলা পরিষদের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং তাঁরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে অভিযোগ তুলেছেন। জেলা পরিষদের কর্মীদের মধ্যে এনিয়ে উত্তেজনাও দেখা দিয়েছে।
ইলামবাজার থানার বিলাতি গ্রাম পঞ্চায়েতের মেটেকোনা গ্রামে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের ‘ মাল্টি সেক্টরাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ‘-এ গ্রামে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে তিন হাজার বর্গফুটের একটি ছাত্রাবাস নির্মাণের কাজ চলছে । সেখানে ঢালাইয়ের কাজ চলায়, জেলা পরিষদের ওই দুই ইঞ্জিনিয়ার কাজ তদারকি করতে যান। সেই সময় ঢালাইয়ের কাজ হতে এক দেড়শো ফুটের মতো বাকী ছিল। ওই দুই ইঞ্জিনিয়ারের অভিযোগ, সেই সময় একদল লোক এসে নিম্নমানের মালপত্র দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে বলে অভিযোগ তুলে তাঁদের উপরে চড়াও হয়। তাঁদের কিল, চড়, ঘুষি মারা হয়। তাঁরা তিন লক্ষ টাকা দাবী করে তা না পাওয়াতেই তাঁদের উপরে হামলা চালায়, এমন অভিযোগও উঠেছে। মারধর করে তাঁদের আটকে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে সাত জনের নামে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট