খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ আদর্শ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের সোপান গড়ে তুলে লা আল – আমীন অ্যাকাডেমি-র ৪৬ তম বয়েজ ক্যাম্পাসের উদ্বোধন করা হলো ১৫ ফেব্রুয়ারী নানুরের পাপুড়ী গ্রামে। এখানে আল – আমীন এ্যাডুকেশন কাউন্সিল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইতিমধ্যেই প্রায় ৩৮ বিঘা জমির বন্দোবস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়ী তৈরীর কাজও অনেকখানি এগিয়ে গিয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শেখ শাহনাওয়াজ, শেখ ফইজুল হক ( কাজল ), এম. নরুল ইসলাম, ডাঃ শেখ মহম্মদ হাসান প্রমুখ।
এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মধারা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে এদিন বলা হয়, এপ্রিল মাস থেকেই এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরু হয়ে যাচ্ছে। পরে এখানে গার্লস ক্যাম্পাসও তৈরী কর হবে। হবে বি.এড কলেজও। সেইসাথে আশা প্রকাশ করে বলা হয়, মানবসম্পদ গঠনের ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠন যে ভূমিকা পালন করে চলেছে তাতে হয়তো অদূর ভবিষ্যতে বিশ্বভারতীর পাশেই এখানে আল – আমীন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। পাপুড়ীতে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে যিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন, সেই ফইজুল হক ( কাজল ) বলেন, নানুরের নাম শুনলেই একদা মানুষ সন্ত্রাস কবলিত একটি এলাকা বলে মনে করতেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমানে নানুর শান্তির পথে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষা – সংস্কৃতি ও সমাজ গঠন মূলক কাজে এগিয়ে যাওয়ার পথে হাঁটা শুরু করেছে। এজন্য তিনি সব সংশয় ও দ্বিধা কাটিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবিক সাফল্যে সকলের সহযোগিতা প্রাথনা করেন।
Muuchstac Ocean Face Wash for Men | Fight Acne & Pimples, Brighten Skin, Clears Dirt, Oil Control, Refreshing Feel - Multi-Action Formula (2x100 ml)
₹245.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)Cetaphil Paraben, Sulphate-Free Gentle Skin Hydrating Face Wash Cleanser with Niacinamide, Vitamin B5 for Dry to Normal, Sensitive Skin - 125 ml
₹377.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)(Refurbished) Dell Intel 6th Gen Core i5 Desktop (16GB RAM/1 TB HDD/128SSD /Windows 10 Pro/MS Office/Intel Integrated Graphics,Black)Optiplex 5040
Now retrieving the price.
(as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)