পূর্ণেন্দু চক্রবর্তীঃ আমি তো এখন হারিয়ে যাওয়া বিশ্বনাথ দত্ত। আক্ষেপ আর দুঃখ কোথায় যেন কথা বলে যায়। কথা বলতে বলতে গলাটা ভারী হয়ে যাওয়া প্রবল ক্ষমতাশালী সিএবি-র সভাপতি বিশ্বনাথ দত্ত। কলকাতা ময়দানে ‘ বিশ্বকর্মা ‘ বলে পরিচিত ছিলেন। উনিই শেষ কথা বলতেন বাংলার ক্রীড়াকান্ডে। ক্রিকেট থেকে ফুটবলে কোন কর্মকর্তা সচিব বা সভাপতি হবেন তার নির্ধারণ করতেন তিনি। এমনকী সিএবি-র উত্থানে সবচেয়ে বড় ভূমিকায় বিশ্বনাথ দত্তকে দেখা গিয়েছে। সিএবি-র এই অহংকার বিশ্বনাথ দত্তের হাত ধরে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বয়সের ভারে তিনি সিএবি চত্বরে হয়তো আসেন না। কিন্তু খোঁজখবর নেন। তবুও কোথাও যেন আক্ষেপ বিশ্বনাথ দত্তকে কুরে কুরে খায়। তাই তো তিনি বলেন, আমার পরিচয় এখন সুব্রত দত্তের বাবা। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান
বিশ্বনাথের আক্ষেপ
শুক্রবার,২০/০২/২০১৫
605