সারা বিশ্বে দেখতে পাচ্ছি সাংবাদিকদের উপর অত্যাচার বেড়ে চলেছে। আমরা জানি সাংবাদিকরা জীবনকে বাজিরেখে তাঁদের কর্তব্য পালন করেন। সমাজের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। গণমাধ্যম হল চতুর্থ শক্তিশালী কণ্ঠ দেশের। গণমাধ্যমকে ১৯(১) (ক) ধারা অনুযায়ী বাক স্বাধীনতা প্রকাশের পূর্ণ্য মতামতের দেওয়া আছে। গণমাধ্যম চেষ্টা করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে।
মিডিয়াকে কাজ করতে দিন স্বাধীনভাবে
বৃহস্পতিবার,১২/০২/২০১৫
768