সেখ কুতুবউদ্দিন, কলকাতাঃ কোনও দেশের প্রধান সম্পদ হল মানবসম্পদ। বর্তমানে জনস্বাস্থ্যের বিষয়টি পৃথিবীর অধিকাংশ দেশেই অত্যন্ত্য গুরুত্বপূর্ণ বিষয় হসাবে পরিগণিত হয়। জনস্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনার সূত্রপাত ইল্যান্ডে ১৮৪০ সাল নাগাদ। সে – সময়ে জনস্বাস্থ্যের ধারণাটি মূলত সীমাবদ্ধ ছিল জনগণের মধ্যে নাম রোগ সংক্রমণকে কেন্দ্র করে। পরবর্তীকালে ১৮৪৮ সাল নাগাদ ইংল্যান্ডেই প্রথম জনস্বাস্থ্য সুনিশ্চিত করা, সুস্বাস্থ্যের প্রসার ও স্বাস্থ্যরক্ষা। এই তিনটি বিষয়কে যথাযথ গুরুত্ব না দিলে সুস্থ সমাজ গড়ে তোলা যায় না। স্বাধীনতার আগে ভারতে জনস্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা দেখা যেত চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে সহ সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। বেরিবেরি, প্লেগ, যক্ষ্না, কালাজ্বরের মতো সমস্যা আজ ইতিহাস। কিন্তু যে সমস্যা আমাদের আগে এবং আজও ভাবিয়েছে, যে সমস্যা দেশের সার্বিক উন্নতিতে সমাজের প্রতিটি স্তরেই বাধা সৃষ্টি করছে। – অপুষ্টি স্বাধীনতা -পরবর্তী পর্যায়ে অপুষ্টি প্রতিরোধে বহু প্রকল্প তৈরী করা হয়েছে কিন্তু আশানুরুপ ফল আজও পাওয়া যায়নি। বহুক্ষেত্রেই আমাদের দেশে অপুষ্টির হার প্রতিবেশী দেশ, তথা উপ- সাহারার দেশগুলির তুলনায়ও বেশি। ( ক্রমশ)
সার্বিক উন্নতিতে সমাজের প্রতিটি স্তরেই বাধা সৃষ্টি করছে অপুষ্টি
বৃহস্পতিবার,১২/০২/২০১৫
481