পূর্ণেন্দু চক্রবর্তীঃ দোলা ব্যানার্জি। তিরন্দাজির একটা উজ্জ্বল নাম। দাপটের সঙ্গে লক্ষ্যভেদ বাজিমাত করেছেন। ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই মুহূর্তে তীর ছোঁড়াতে মন সেইভাবে দিতে না পারলেও আগামী দিনের ভাবনায় ব্যবসায় নেমে পড়লেন। আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম নিয়ে সল্টলেকে একটি দোকান খুলে ফেললেন। খেলার নানারকম পসরা সাজিয়ে খেলোয়াড়দের দিয়ে সেই ব্যবসা শুভ সূচনা করে আলোর পথ দেখতে চেষ্টা করবেন এমন ধারণা দিলেন ভাই রাহুলকে পাশে রেখে দোলা। এই নতুন প্রয়াসকে স্বাগত জানালেন ক্রীড়া ব্যক্তিত্বরা। নতুন রুপে এবারের দোলাকে দেখা যাবে। দোকানওয়ালি দোলা ক্রেতাদের হাতে ক্রীড়াসরঞ্জাম তুলে দিয়ে বলবেন আবার আসবেন। সৌজন্যঃ দৈনিক স্টেটম্যান
দোলা যখন দোকানওয়ালি
বুধবার,১১/০২/২০১৫
754