কাজের খোঁজে ভিন জেলায়


রবিবার,০১/০২/২০১৫
725

সাধন মন্ডল, রাইপুর, বাঁকুড়াঃ জঙ্গলমহলের খেটে খাওয়া গরীব মানুষরা দলে দলে গ্রাম ছাড়ছেন কাজের খোঁজে। কাজ না থাকায় খাদ্যভাব থেকে বাঁচতে ছেলে মেয়েদের ‘ পুব খাটতে’ যাচ্ছি বাবু। আমাদের এলাকায় কাজ না থাকায় বাইরে যেতে বাধ্য হচ্ছি, বলে জানালেন সারেঙ্গা ব্লকের গোডাঙ্গা কলোনীর বাসিন্দা চল্লিশ বছরের খোকন দুলে। তিনি আরো বলেন শুধু আমি ও আমার স্ত্রী ছাড়া গ্রামের আরোও ১৫ জন যাচ্ছি হুগলীর আরামবাগে, সঙ্গে আমার শিশুপুত্র কুশ দুলে কেও নিয়ে যেতে বাধ্য হচ্ছি। ওকে কার কাছে রেখে দিয়ে যাব’? কুশ দুলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বাবা মা কাজের খোঁজে বাইরে যাওয়ার কারণে পড়াশোনা ছেড়ে ওকেও যেতে হচ্ছে। ফলে পড়াশোনায় ছেদ পড়ছে কুশের মতো কয়েকশো ছাত্রছাত্রীর। গ্রামের সায়বানী দুলে (৪৮), মীরা দুলে (৪০), হেলা রানী দুলে (৫০), লক্ষী দুলে, তারা দুলে আরও অনেকে একসাথে বলে ওঠে এখানে থাকলে না খেতে পেয়ে মারা যাব। এখানে কাজ কই ? এন॰ আর॰ ই॰ জি॰ এস॰ -এর মাটি কাটাও তো বন্ধ। এলাকায় বোরো ধান চাষ হচ্ছে না কোথায় পাব কাজ ? আমরা গরীব মানুষ দিন মজুরী আমাদের জীবিকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট