সত্যজিৎ চক্রবতী, কলকাতাঃ ১৯ শে জানুয়ারী সোমবার স্টেট ব্যাঙ্ক অফ বিকানির অ্যান্ড জয়পুর তাদের শাখা খুলল এন. এস. সি. বোস রোডের রথতলায়। এটা ১৪তম শাখা। উদ্বোধন করেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি ঘোষ। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার পাপিয়া সেনগুপ্ত ( দিল্লি নেটওয়ার্ক )।
নতুন শাখা ব্যাঙ্কের
শুক্রবার,২৩/০১/২০১৫
901