অনব মিশ্র,পূবমেদিনীপুরঃ দীঘা ফিশারম্যান ও ফিস টেডাস এ্যাসোসিয়েশন আয়োজিত দীঘা মোহনায় গঙ্গোৎসব চলছে দীঘাতে। দশদিন ধরে চলবে এই উৎসব। এই উপলক্ষে চলছে মেলা, আতসবাজি প্রদশনী, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সামুদ্রিক নানারকম মাছের রন্ধন তৈরী করা হচ্ছে। এই উৎসব হচ্ছে বীচ ফুড ফেস্টিভ্যাল। সাথে চলছে সমুদ্র দেবতার পুজো।
দীঘা বীচ ফুড ফেস্টিভ্যাল
মঙ্গলবার,২০/০১/২০১৫
993