গরহাজির গুরুবক্সের লজ্জা


সোমবার,১৯/০১/২০১৫
756

ভারতের কিংবদন্তী হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের নামে কলকাতা ময়দানে একটি রাস্তা রাখা হল । যে রাস্তাটি গোষ্ঠ পালের মূর্তির পাশ থেকে চলে গেছে পলাশি গেটে । যে গেট ফোট উইলিয়ামকে চিহ্নত করে । সেই রাস্তাটির নামকরণের দিন ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং জানেনই না ব্যাপারটা কি ! অদ্ভুত ব্যাপার কোন এক সাংবাদিকদের কাছে খবরটা জানার পরেও অবাক হয়ে যান । আসলে সেদিন জীবনকৃতি সন্মানে সন্মানিত হয়ে পাঁচ লক্ষ্য টাকা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছেন । হয়তো সেই কারণেই বিএইচয়ের অনুষ্ঠান না হলেও কেশব দত্তের মতো হকি খেলোয়াড়রা উপস্থিত থাকলেও গুরুবক্সকে দেখতে না পেয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এই ভাবনা কেন হল ? ক্লডিয়াসকে শ্রদ্ধা জানাতে অলিম্পিয়ান গুরুবক্সের উপস্থিতিটা কি প্রয়োজন অনুভব হয়নি । হয়তো কাস্টমসের প্রাক্তন অফিসারদের আয়োজনে এই নামকরণ অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল বলেই গুরুবক্সের গরহাজির । এই গরহাজির কি গুরুবক্সকে লজ্জা দিয়েছে ! সংকলনেঃ পূর্ণেন্দু চক্রবতী/ সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট