গাঁয়ের বাড়ি যেয়ো
সুমাইয়া বরকতউল্লাহ
তোমরা যারা শহরবাসী
থাকো দালান ঘরে ,
বুঝতে যদি গাঁয়ের মানুষ
শীতে কষ্ট করে ?
কাপড় নিয়ে গ্রামে এসে
বিলিয়ে দিতে হাতে
দেখতে তখন গরিব দুঃখী
আনন্দেতে মাতে ।
জামা নিয়ে গাঁয়ের বাড়ি
যেয়ো সময় করে ,
বইয়ে যাবে খুশির জোয়ার
সবার ঘরে ঘরে ।