ফের কমল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম


শুক্রবার,০২/০১/২০১৫
527

নয়াদিল্লি: নববর্ষের দিন সাধারণ মধ্যবিত্তের জন্য সুখবর। ফের কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।

বছরের প্রথম দিন থেকেই সিলিন্ডার-প্রতি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৪৩.৫০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি। ফলে বৃহস্পতিবার থেকে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির গৃহস্থ রান্নার গ্যাসের বাজার মূল্য ৭৫২ টাকা থেকে কমে দাঁড়াল ৭০৮.৫০ টাকা। বস্তুত, গত আগস্ট মাস থেকে এই নিয়ে টানা পাঁচবার ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল। ঠিক এক মাস আগে, গত ১ ডিসেম্বর, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১১৩ টাকা কমেছিল। সব মিলিয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য মোট ২১৪ টাকা দাম কমেছে, যা গত তিন বছরে সর্বনিম্ন। তেল সংস্থাগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ফলেই দেশের বাজারে পেট্রোজাত পণ্যের দাম কমছে। এখানে বলে রাখা দরকার, বছরে নির্ধারিত ১২টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে পাওয়ার পর কোনও গ্রাহকের যদি অধিক সিলিন্ডারের প্রয়োজন হয়, তাহলে তা ভর্তুকিহীন বা বাজার-মূল্যে কিনতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট