দিল্লিতে মহিলা সুরক্ষায় ‘হিম্মত’ মোবাইল অ্যাপ


শুক্রবার,০২/০১/২০১৫
460

নয়াদিল্লি: মহিলা নিরাপত্তার কথা চিন্তা করে এবার ‘হিম্মত’ নামে নয়া মোবাইল অ্যাপ চালু করল দিল্লি পুলিশ কন্ট্রোল রুম। রাস্তাঘাটে হঠাত মহিলারা বিপদে পড়লে দ্রুত আত্মীয়স্বজন ও  পুলিশের কাছে খবর পৌঁছে যাবে এই অ্যাপের সাহায্যে। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই পরিষেবার সূচনা করেন।

অ্যাপটি মূলত এমন চাকুরিরতা মহিলাদের কথা ভেবেই করা হয়েছে, যাঁরা রাতে একা কর্মক্ষেত্র থেকে  ফেরেন। অ্যাপটি মূলত, স্মার্টফোনেই পাওয়া যাবে।

রাজনাথ এদিন মহিলাদের সুরক্ষার হাতিয়ার হিসাবে মরিচ গুঁড়ো (পেপার স্প্রে) বিতরণ করেন। সেইসঙ্গে দিল্লি পুলিশের আত্মনিরাপত্তা অনুষ্ঠানে বিজয়ী মেয়েদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি.

দিল্লি পুলিশ কমিশনার বি এস বাস্সি  জানিয়েছেন অ্যাপটি ডাউনলোড করতে একটি নতুন ইউজার রেজিস্টার করতে হবে। তাতে নিজের নাম, মোবাইল নম্বর ও দুজন পরিচিতের মোবাইল নম্বর দিতে হবে।

জরুরি অবস্থায় এই ফোনটি নাড়ালে অথবা পাওয়ার বা সফ্ট বোতাম টিপলেই ৩০ সেকেন্ডের মধ্যে ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে, যা পৌঁছে যাবে  পুলিশ কন্ট্রোল রুমে। সেইসঙ্গে ৫ জন পরিচিতের কাছেও পৌঁছে যাবে সেই খবর। ফেসবুক, টুইটারের টাইমলাইনেও পোস্ট হয়ে যাবে ভিডিওটি।

 

‘হিম্মত’ অ্যাপটি শুধুমাত্র জীবন বিপন্ন হতে পারে এরকম পরিস্থিতিতেই কার্যকর হবে। অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে তিনবার ভুয়ো বিপদবার্তা পাঠালে সংশ্লিষ্ট মহিলার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট