সম্পর্কে সমতা, সম্মান চাই, ওবামাকে নববর্ষের শুভেচ্ছা-বার্তায় পুতিন


শুক্রবার,০২/০১/২০১৫
927

মস্কো: বারাক ওবামাকে নতুন বছরের শুভেচ্ছা পাঠালেন ভ্লাদিমির পুতিন নববর্ষের বার্তায় আগামী বছরটিতে রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে তিনি ভারসাম্য চান বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ের আসন্ন ৭০-তম বর্ষপূর্তির কথা মার্কিন প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন পুতিন।তাঁর কথায়, শান্তি, আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার ব্যপারে রাশিয়া ও আমেরিকাকে যে দায়িত্ব পালন করতে হয়, এই বর্ষপূর্তিকে যেন সে কথাই মনে করিয়ে দেওয়ার সঙ্কেত হিসাবে দেখা হয়

ক্রেমলিনের তরফে এদিন বিভিন্ন রাষ্ট্রের প্রধান, ফিফা ও অলিম্পিক কমিটির মতো আন্তর্জাতিক।সংস্থাগুলিকেও নতুন বছরের শুভ  কামনার বার্তা পাঠানো হয়েছে।যদিও রাশিয়ার অভিনন্দন-বার্তার প্রাপকদের তালিকায় নেই ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।পুতিনকে পাঠানো বার্তায় এও বলা হয়েছে, মস্কো আমেরিকার সঙ্গে বোঝাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সাবধানী, তবে সেই সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান, ভারসাম্য থাকতে হবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট