মুম্বই: বক্স অফিসে রেকর্ড গড়ার পথে আমির খান অভিনীত ‘পিকে’। বহু-চর্চিত এই ফিল্ম শুধুমাত্র দেশেই ২০০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে বলে জানিয়েছে ছবির নির্মাতারা। ডিজনি ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে নির্মিত বিনোদ চোপড়া ফিল্মস ও রাজকুমার হিরানি ফিল্মসের ‘পিকে’ গত ১৯ তারিখ মুক্তি পেয়েছে। প্রথম থেকেই দর্শকদের মধ্যে ছবি নিয়ে তুমুল আগ্রহ চোখে পড়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ছবিটি ২১৪.১৪ কোটি টাকার ব্যবসা করেছে। এরমধ্যে শুধুমাত্র শনিবারই ১৭.১২ কোটি টাকা ঘরে তুলেছে ‘পিকে’। শুধু দেশ নয়, বিদেশেও ভালই ব্যবসা করছে এই ছবি। আমির খান এই ছবিতে এক এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত, বোমান ইরানি ও সঞ্জয় দত্ত।
২০০ কোটির ক্লাবে ‘পিকে’
শুক্রবার,০২/০১/২০১৫
853