শুধুই কি ক্লান্তি, না ধোনির অবসরের নেপথ্যে অন্য রহস্য!

কলকাতা: ২০১২-তে পার্থ টেস্টে হারের পরই দিয়ে রেখেছিলেন ইঙ্গিতটা৷ বলেছিলেন, ২০১৩ নাগাদই অবসর নিতে পারেন ক্রিকেটের যেকোনও একটি ফর্ম্যাট থেকে৷ সিদ্ধান্তটা নিলেন শেষ পর্যন্ত, আরও একটা বছর পর৷ তবে, ঘোষণাটা আচমকাই, বিখ্যাত হেলিকপ্টার শটের ধাঁচে৷ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র৷ অজিদের কাছে সিরিজ হার৷ অথচ, সাংবাদিক সম্মেলনে অবসর নিয়ে একটি বাক্যও খরচ নয়৷ আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানালেন বিসিসিআইকে৷ ২০১৫ বিশ্বকাপকেই পাখির চোখ করতে চাইছেন মাহি৷

মহেন্দ্র সিংহ ধোনি৷ এক একটা সিদ্ধান্ত৷ কখনও নিখুঁত স্ট্র্যাটেজি৷ কখনও ফাটকা৷ ক্যাপ্টেন কুলের সেই সিদ্ধান্তই কখনও গড়ে দিয়েছে এক-একটা ম্যাচের ভাগ্য৷ মনে ব্লু-প্রিন্টটা তৈরি হয়ে যেত অনেক আগেই৷ অবসর নিয়েও সেই এক স্ট্র্যাটেজি৷ তাই, ধোনির অবসরের সিদ্ধান্ত নিয়ে খুব একটা বিস্মিত নয় ক্রিকেট মহলের একাংশ৷

কিন্তু, কেন টেস্ট অবসর? বিশেষজ্ঞরা বলছেন, ধোনির অধিনায়কত্বে শেষ ৬টি টেস্ট সিরিজ হেরেছে ভারত৷ টেস্টে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রশ্নের মুখে৷ তিনটি ফরম্যাট ক্রিকেটের প্রবল চাপ সামলানো তাঁর কাছে ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল৷ পরিসংখ্যান বলছে, টেস্ট অধিনায়ক ধোনির সার্বিক পারফরম্যান্স মন্দ ছিলনা৷ কিন্তু বিদেশের মাটিতে সুপারফ্লপ ক্যাপ্টেন কুল৷ ৬০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচ জিতেছেন ধোনি৷ হেরেছেন ১৮টি ও ড্র করেছেন ১৫টি ম্যাচে৷ দেশের মাটিতে ৩০ টেস্টে জয়-হার-ড্র’এর সংখ্যা যথাক্রমে ২১-৩-৬৷ অথচ, বিদেশের মাটিতে পরিসংখ্যান একেবারে ভিন্ন৷ সেখানেও ৩০টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে মাহির জয়-হার-ড্র’এর সংখ্যা যথাক্রমে ৬-১৫-৯৷

এই কারণগুলোই কি স্নায়ুর চাপ হয়ে বসেছিল? উঠছে প্রশ্নটা৷ টি-২০ বা ওয়ান ডে-তে বিশ্বজয়৷ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের জৌলুসের পাশেই তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আর একটা রেকর্ড৷ ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ড৷ বিদেশের মাটিতে ক্রমাগত টেস্ট হারেই শুরু হয়ে গিয়েছিল বিকল্প অধিনায়কের খোঁজ৷ খোঁজ মিললও৷ বিরাট কোহলি৷ কোহলিকে ভবিষ্যতের অধিনায়ক দেখতে শুরু করেছিলেন অনেকেই৷ উপরন্তু, অধিনায়কত্বের সঙ্গে টেস্টে ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হচ্ছিল মাহির৷ অনেকের মতে, মাঠের শ্রীনিবাসনের উপর চাপ বাড়তেই মাঠে তাঁর স্নেহধন্য ধোনি হারাচ্ছেন পায়ের তলার মাটি৷

ক্যাপ্টেন কুলের সাম্রাজ্যে কোহলি আগ্রাসনের আঁচ৷ অশনি সঙ্কেতটা আগেই পেয়েছিলেন৷ তবু, নিজেকে সময় দিয়েছিলেন আর একটা বছর৷ টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণের তাগিদেই হয়তো৷ কিন্তু, বদলালো না ভাগ্যরেখা৷ তাই, টেস্ট সিরিজের মাঝপথেই বেছে নিলেন মাহেন্দ্রক্ষণ৷ অধিনায়কের পাশাপাশি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির মাস্টারস্ট্রোক৷

admin

Share
Published by
admin

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

1 day ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

1 day ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

1 day ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

2 days ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

2 days ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

2 days ago