‘পিকে’-র সমর্থনে সলমন খান


সোমবার,২২/১২/২০১৪
958

[newsbox style=”list” display=”category” cat=”14″ title=”Editorial” number_of_posts=”1″ nb_excerpt=”200″]

মুম্বই:  ‘পিকে’-র বিরুদ্ধে যখন দেশের বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি বিক্ষোভ দেখাচ্ছে, তখন আমির খান অভিনীত এই সিনেমার হয়ে জোরাল সওয়াল করলেন সলমন খান।   ‘পিকে’-র বিরুদ্ধে বিক্ষোভকে অর্থহীন বলে মন্তব্য করেছেন  বলিউডের দবাং খান।  তাঁর প্রশ্ন, পিকে কি ভালো নয়? অর্থাত সলমন এক্ষেত্রে সিনেমা নিয়ে দর্শকদের মতামতকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। 

সিনেমাটি হিন্দুত্ব বিরোধী এবং এতে হিন্দু ঐতিহ্যকে নিয়ে রসিকতা করা হয়েছে, এহেন অভিযোগ করে ‘পিকে’-কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলি। 

কোনও সিনেমার প্রতিবাদে এ ধরনের বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন সলমন।  আমির ছাড়াও অনুষ্কা শর্মা, সুশান্ত কুমার রাজপুত, সঞ্জয় দত্তর মতো তারকা ‘পিকে’-তে অভিনয় করেছেন।  রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা দেশ ছাড়াও বিদেশের বক্স অফিসেও দুরন্ত সাড়া ফেলেছে। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট